নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে প্রশাসনের অনুমতি ছাড়াই নগরীর বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজনের কথা জানিয়েছে উদীচীর জেলা সংসদের নেতৃবৃন্দরা।
শুক্রবার দুপুরে সংগঠনের সভাপতি বিশ্বনাথ দাশ মুন্সি বলেন, আমরা বৈশাখী মেলা করতে চাই এবং সেই প্রস্তুতি নিচ্ছি। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাতদিন ব্যাপী বৈশাখী মেলার পরিকল্পনা রয়েছে। তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, শহরের নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই আমি কোনো অনুমতি দিচ্ছিনা।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল চারুকলা অনুষদের আয়োজনে পুরোদমে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে। ঐতিহ্যবাহী মুখোশ, ঘোড়া, হাতি তৈরির কাজ করছেন শিক্ষার্থীরা। আয়োজকরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর উপকরণ ও উপস্থাপনায় কিছুটা কাটছাঁট করা হয়েছে। অন্যদিকে বৈশাখকে ঘিরে বরিশালের ইলিশের বাজারে যেন আগুন লেগেছে। শহরের পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে ক্রেতাদের ভিড় বাড়লেও মাছের দাম আকাশচুম্বী। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশ’ টাকায়, দেড় কেজির মাছ চার হাজার এবং আট থেকে নয়শ’ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার সাতশ’ টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। এই সুযোগে কিছু সিন্ডিকেট দাম বাড়িয়ে দিয়েছে।