বরিশালে এ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগীদের ভোগান্তি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ পিএম
বরিশালে এ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগীদের ভোগান্তি

এ্যাম্বুলেন্স নীতিমালা ২০২৩ বাস্তবায়ন ও ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী এ্যাম্বুলেন্স ধর্মঘট সফলের লক্ষ্যে জেলার গৌরনদীতে র‌্যালি ও সমাবেশ করেছেন প্রাইভেট এ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা হাসপাতাল চত্বর থেকে এ্যাম্বুলেন্সের বহর নিয়ে র‌্যালি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর থেকে গৌরনদী বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সমাবেশে প্রাইভেট এ্যাম্বুলেন্স মালিক জাবেদ সেলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফারুক হোসেন, এইচএম রানা, ইব্রাহিম সরদার, হাফিজুল খান, শাহাদাত সিকদার, শাকিল সরদার, মো. শাহাবুদ্দিন, সাঈদ হোসেন প্রমুখ। বক্তারা এ্যাম্বুলেন্স মালিকদের কেন্দ্র ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান করেন। অপরদিকে এ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পরেছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে