বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যে রাষ্ট্র মেরামত করতে চাই। সেই রাষ্ট্রে আমরা এভাবেই তরুনদের সুস্থ্য বিনোদনকে অস্ত্রে পরিনত করবো মাদক বিরোধীতার বিরুদ্ধে।
বরিশালের গৌরনদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল স্পোটিং ক্লাবের আয়োজনে তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে ফাইনাল খেলায় ইয়াংস্টার এলিভেনকে হারিয়ে খান একাদশ চ্যাম্পিয়ান হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন খান একাদশের সুমন খান ও ইয়াংস্টার এলিভেন রবিন হোসেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব খানসহ অন্যান্যরা। শেষে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন চ্যাম্পিয়ান ও রানার আপ দলের অধিনায়কের হাতে ট্রফিসহ ফ্রিজ ও ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দিয়েছেন।