প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বুধবার বেলা এগারোটার দিকে পোশাক বিতরণ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে একাডেমির অস্থায়ী কার্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। মতবিনিময় সভা শেষ প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসক নতুন পোশাক তুলে দিয়েছেন।