স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত ওই দম্পত্তির ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠী গ্রামের।
বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতরা হলেন ওই গ্রামের স্বপন হাওলাদারের ছেলে ইজিবাইক চালক রাহাত হাওলাদার (২৯) ও তার স্ত্রী লামিয়া আক্তার (১৯)। একবছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিলো।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাহাত ও লামিয়ার মধ্যে কোনো ধরণের দ্বন্ধ ছিলোনা। তবে কারণে অকারণে শ্বশুড় ও শাশুড়ির সাথে লামিয়ার দ্বন্ধ লেগেই ছিলো। এ কারণে প্রায়ই লামিয়াকে তার শ্বশুড়-শাশুড়ি মারধর করতো। বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে রাহাতও তার বাবা ও মাকে কিছু বলতে পারতো না।
সূত্রে আরও জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাতে দরজা আটকিয়ে রাহাত ও লামিয়া ঘুমিয়ে পরেন। সকালে তাদের ডাকাডাকি করা হলেও তারা দরজা খুলছিল না। একপর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে বিছানার ওপর লামিয়া এবং ফ্যানের সাথে রাহাতের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়রা ধারনা করছেন, বাবা ও মায়ের অত্যাচার থেকে স্ত্রীকে রক্ষা করতে আগে তাকে হত্যা করেছে পরে স্বামী রাহাত নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।