বাংলাদেশ অশ্বিণী সেবাশ্রম গঙ্গাচন্নায় অনুষ্ঠিত হয়ে গেল লাখো ভক্তের মিলন মেলা

এফএনএস (এম রইচ উদ্দিন, পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:৫২ পিএম
বাংলাদেশ অশ্বিণী সেবাশ্রম গঙ্গাচন্নায় অনুষ্ঠিত হয়ে গেল লাখো ভক্তের মিলন মেলা

বাংলাদেশ অশ্বিণী সেবাশ্রম কর্তৃক বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীপাট গঙ্গাচন্নায় হরিনাম মহাযঞ্জ ও মহা মিলনের আয়োজন করা হয়েছে। এ মিলন মেলায় মহান ভক্তদের আগমনে  পূর্ণ হয়েছে শ্রীমৎ অশ্বিণী গোসাই এর পূর্ণধাম। বিগত বছরগুলোর ন্যায় বাংলা ২ এবং ৩ বৈশাখ এবং ইংরেজী ১৬-১৭ এপ্রিল বুধ এবং বৃহস্পতিবার ২দিন ব্যপি লাখো ভক্তদের আগমনে এই মতুয়া মহোৎসব অনুষ্টিত হয়।

 দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৩ শতাধিক মতুয়া ধর্মাবলম্বীদের আগমন ও ঢাক-ডোল, ঝাজরের বাজনাসহ হরি নাম ধ্বনিতে গোটা মন্দিরাঙ্গন প্রকম্পিত ও মূখরিত হয়ে উঠে। নারী-পুরুষ, শিশু-কিশোর, কিশোরী বৃদ্ধ,বৃদ্বার পদচারণায় মেলার মাঠ সামাল দিতে প্রশাসনের নজরদারী ছিলো চোখে পড়ারমত। মন্দির কমিটির সেচ্ছা সেবক, পুলিশ ও আনসার সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় লাখো ভক্তের মাঝেও মেলার মাঠটি ছিলো সম্পুর্ন নিরাপদ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। 

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, থানার অফিসার ইনচার্জ (ওসি), এসএম শাহাদাৎ হোসেনসহ চিতলমারী প্রেস ক্লাবের সাংবাদিকগণ মন্দিরাঙ্গন পরিদর্শন করেন। সব মিলিয়ে আইন শৃঙ্খলার চাদরে ঢাকা ছিলো এই বিশাল হরিনাম মহাযঞ্জ-মহোৎসব ও পূর্ণতীর্থ।

 সেবাশ্রমের কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী রবীন্দ্র নাথ হালদার, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিবন গাইন, সহ-সভাপতি শ্রী দ্বিজেন্দ্র নাথ বালা, ভার প্রাপ্ত কোষাধ্যক্ষ শ্রী শংকর ঢালী, সহ-সভাপতি শ্রী চঞ্চল কুমার মন্ডল ও শ্রী দেবাশীষ বিশ্বাস পৃথক ভাবে চিতলমারী প্রেসক্লাব সাংবাদিকদের সার্বিক বিষয়ে মতামত ব্যক্ত করেন । অত:পর  সাংবাদিকসহ বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়েদেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে