বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী উত্তরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চৌমুহনী হক শপিং মলের হ্যাং আউট চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশের এ সংকট মুহূর্তে সকল ইসলামী দলকে এক হয়ে কাজ করার আহবান জানান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাও ইউসুফ আশরাফ। নোয়াখালী জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানির সভাপতিত্বে মুফতি মুহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার সেক্রেটারি মাওঃ ইয়াকুব আল কাসেমী। চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন , সেক্রেটারি মহসিন আলম, চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির সহ জেলা ও থানা পর্যায়ে নেতৃবৃন্দ।