বাঘায় ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সভা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৮:৩৫ পিএম
বাঘায় ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সভা

রাজশাহীর বাঘায় জামায়াত-শিবির কর্তৃক ছাত্রদল নেতার উপর বর্বরোচিত  সন্ত্রাসী হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৫ টায় বাউসা হারুন-অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ  সভা অনুষ্ঠিত হয়। 

বাউসা ইউনিয়নের বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম। সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য  রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব আশরাফ আলী মলিন, জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু, আড়ানী পৌরসভার সাবেক সদস্য সচিব সুজাত আহম্মেদ তুফান, বাউসা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সহকারি অধ্যাপক আবু তাহের  প্রমুখ।

জামায়াত-শিবিরকে কুখাত সন্ত্রাসী আখ্যায়িত করে বক্তরা বলেন, ঈদের আগের দিন জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের সন্ত্রাসীরা বাউসা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাজিব আহম্মেদ মন্ডলকে বাউসা বাজারে বর্বরোচিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে জখম করে। এই ঘটনায় মামলায় হলেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে সভায় দাবি করা হয়। 

জামায়াত শিবিরকে উদ্দেশ্য করে বক্তরা আরোও বলেন, আর নয় রগ কাটা, এবার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করা হলে প্রতিটা আঘাতের সমুচিত জবাব দেওয়া হবে। জনগণ আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে কোথাও কোন ঘটনা ঘটলে বিএনপির উপর দোষ চাপিয়ে নিজেরা সাধু সাজতে চান। অপপ্রচারে লিপ্ত থেকে শিষ্টাচার বহিভুত কার্যক্রম আপনারাই চালান। প্রতিবাদ সভায় আড়ানী পৌরসভা, আড়ানী  ইউনিয়ন, বাজুবাঘা ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে