রাজশাহীর বাঘায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে রুহুল আমিন (৬০) নামের এক মানষিক রোগে আক্রান্ত এক বৃদ্ধ আত্নহত্যা করেছে। সোমবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে আড়ানী রেলস্টেশনে এই ঘটনাটি ঘটেছে। রুহুল আমিন বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিল রুহুল আমিন। বিশেষ কারনে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্্েরপ্রেস ট্রেন বিলম্ব ছিল। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টেশন মাষ্টারের ট্রেন আসছে ঘোষণা শুনে তিনি পূর্বপান্তে অবস্থান করছিলেন। ট্রেনের ইঞ্জন প্লাটফার্মে পৌঁছার সাথে সাথে নিচে ঝাপ দেন। ঘটনাস্থলে তিনি দ্বিখন্ডিত হয়ে মৃত্যু হয়। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, বৃদ্ধ দীর্ঘদিন থেকে মানষিক রোগে ভূছিলেন। এ কারনে সে আত্নহত্যা করতে পারে।
এ বিষয়ে আড়ানী স্টেশন মাষ্টার মোশারফ হোসেন বলেন, আড়ানী স্টেশনে এ ধরনের একটি ঘটনা ঘটেছে।