বাঘায় দুইদিন ব্যাপি বৈশাখী মেলা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০২:৩৩ পিএম
বাঘায় দুইদিন ব্যাপি বৈশাখী মেলা

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের পীরছাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপি ১৫০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বসেছে হরেক রকম মাটির তৈরি খেলনা, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী। এছাড়া লাঠি খেলা ও  জারি-সারি গানের আসর বসেছে। 

নওটিকা ও পীরগাছা গ্রামের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানা আখতার জাহান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক আলমাছ উদ্দিন মল্লিক, প্রধান আলোচক ছিলেন লখক ও সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ। বিটিবি’র সিনিয়র রিপোর্টার মাহমুদুল হক সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেলা কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক তোহাজ্জত হোসেন, অবসর প্রাপ্ত শিক্ষক নুরুজ্জামান সরকার, শিক্ষক এজাহুরুল হক, প্রভাষক নবাব আলী, সাবেক মেম্বার চাঁন মিয়া, মেলা কমিটির কোষাধ্যক্ষ মুনসুর আলী, সহকারী কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, সাইদুল ইসলাম কপিল, প্রধান শিক্ষীকা ঝরনা খাতুন, শিক্ষক মহিরুল, সালাউদ্দিন, আতিকুর রহমান আতিক প্রমুখ।

সকালে আনন্দ র‌্যালী, পান্তা পরিবেশন, বাচ্চাদের খেলাধুলা, লাঠি খেলা অনুষ্ঠিত হয়। পরে নাটোরের চলন নাটুয়া নাট্টগোষ্টী অভিনীত নাটক নবাবের দরবারে কপিলা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে স্থানীয় কলেজ শিক্ষক নাবাব আরী বলেন, বাব দাদার মুখে এ মেলার গল্প শুনেছি। মেলার বয়স প্রায় ১৫০ বছর। মেলা স্থানীয়রা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে উদযাপন করে। বাপ দাদার ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে জীবন্ত চিত্র তুলে ধরতে রাখতে দুইদিন ব্যাপি মেলার আয়োজন।

এ দিকে জাতীদ্বিধা দ্বন্দ্বে ভুগবে এ রকম কোন কাজ করবো না। সংস্কৃতিকে ধরে রাখতে হলে আরো বড় করে নববর্ষ পালন করতে হবে। বসন্ত বিদায় নিয়েছে তার সব রূপ রঙ নিয়ে। উৎসহ্ উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত অনুষ্টানে বক্তারা এ কথা বলেন। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃৃতিক অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। 

উপজেলা বটমুল চত্বরে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানাসহ স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দ।

এছাড়া আড়ানী পৌর এলাকা এবং উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পৃথকভাবে ১লা বৈশাখ উৎযাপন করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে