রাজশাহীর বাঘায় রাতের আঁধারে পুকুর খনন করা ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর মাঠে ভেকুটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুকুর খননকারী উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মকলেছুর রহমান বলেন, কয়েক বছর আগে হাবাসপুর গ্রামের চিত্তরঞ্জন সরকার ও কাচু মন্ডল তাদের জমিতে পুকুর খনন করে। সেই পুকুর নতুন করে সংস্কারের জন্য কাজ শুরু করে। সন্ধ্যার দিকে কে বা কারা ভেকুটি আগুন লাগিয়ে দেয়। আগুনে ভেকুটি বেশীরভাগ অংশে ক্ষতি হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে পুড়ে যাওয়া ভেকুটি সেখানে ক্ষতিগ্রস্থ অবস্থায় পড়ে আছে।
এ বিষয়ে উপজেলার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সামাদ মুকুল বলেন, আগের খনন করা পুকুর সংস্কারের জন্য ভেকু আনা হয়েছে শুনেছি। তবে এ কাজের সাথে যারা জড়িত তাদের শাস্তির আওয়তায় আনা উচিত।
বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ভেকু দিয়ে পুকুর খনন করা হচ্ছে এবং সেই ভেকু আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, সরকারী দীঘি সংস্কার করার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তবে মাটি বাহিরে বিক্রি করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর নিয়ম অমান্য করলে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।