১২ দলীয় জোটের সমন্বয়ক সমর্থক গোষ্ঠীর আয়োজন

বাজিতপুরে ইজরাইলের গণহত্যার প্রতিবাদে পণ্য বর্জনের বিক্ষোভ মিছিল

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৬:২৪ পিএম
বাজিতপুরে ইজরাইলের গণহত্যার প্রতিবাদে পণ্য বর্জনের বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে মঙ্গলবার দুপুরে ১২ দলীয় জোটের সমন্বয়ক এডভোকেট এহসানুল হুদার নির্দেশে তার সমর্থক গোষ্ঠীরা এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহরাব উদ্দিন, উপজেলা যুব দলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ উরুফে ফ্রিডম সোহেল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বাজিতপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লোকমান, দিলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া, সরারচর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, দিলালপুর ইউনিয়ন যুবদল সহ সভাপতি গোলাম সারোয়ার জিহাদ, বলিয়ারদী ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মোহন মিয়া, দিঘীরপাড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনি বক্স, শাহীন মিয়া, দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মবিন খান। বক্তারা এ সময় বলেন, সারাদেশের ন্যায় বাজিতপুরেও ইজরাইলের পণ্য বর্জন করার জন্য সকলকে আহবান জানান। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে