বাজিতপুরে দুটি অভিযোগ দেওয়া সত্বেও মামলা না নেওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্ন বিদ্ব জনমনে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০৬ পিএম
বাজিতপুরে দুটি অভিযোগ দেওয়া সত্বেও মামলা না নেওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্ন বিদ্ব জনমনে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর বাজারের ক্যাবল ব্যবসায়ী মোঃ মাহিন মিয়ার গ্রাহকদের ক্যাবল ও ওয়াইফাই এর তারের লাইন দ্বিতীয় বার গত শুক্রবার দিবাগত গভীর রাতে প্রতিপক্ষ নুরুল কবিরের লোকজন পিরিজপুর বাজার হতে আগরপুর বাসষ্ট্যান্ড ৪ কি.মি তার কেটে দিয়েছে নূরুল কবির, আঃ কাদির সহ তার লোকজন। গত ৩-৪ দিন ধরে পিরিজপুর বাজারের ৩টি ব্যাংক, প্রায় শতাধিক ব্যবসায়ীরা সি.সি ক্যামেরাসহ অনলাইন ব্যবসায়ীরা লেনদেনকৃত কাজ না করতে পারায় বর্তমানে ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে পিরিজপুর বাজারের বনিক সমিতির সভাপতি মোঃ কবির হোসেন ও অন্যান্য ব্যবসায়ীরা বলেন, ওয়াইফাই লাইন কাটার কারণে তারা বিভিন্ন ব্যাংক থেকে লেনদেন করতে পারছেন না। তারা বলেন, লেনদেন না করার কারণে তাদের অন্যান্য ব্যবসাকৃত লোকজন অন্যত্র চলে যাচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। কেবল ব্যবসায়ী মাহিন মিয়া দাবী করেন, যারা প্রকৃত দোষী তাদের মামলা নিয়েছে পুলিশ। কিন্তু তারা দুটি অভিযোগ দেওয়া সত্বেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত মামলা না নেওয়ায় এলাকার মধ্যে পুলিশ সম্পর্কে প্রশ্নবিদ্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কেবল ব্যবসায়ী মাহিন মিয়া আরও বলেন, নূরুল কবির, তার শ্যালক মোঃ কাদির মিয়া, তার স্ত্রী রুনা আক্তারগংরা এই পর্যন্ত ওয়াইফাই লাইনের ৩-৪ লক্ষ টাকার তারসহ ক্ষতিগ্রস্থ করেছে। বাজিতপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ মুরাদ হোসেন গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, এই বিষয়ে ক্ষতিপূরণ মামলা নিবেন বলে উল্লেখ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে