ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বাবা-ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যায় দুই আসামীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন শুনানি শেষে তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৪ এপ্রিল মামলার ১৮ নম্বর আসামী মোজাম্মেল হোসেন (৪৫) ও ১৯ নম্বর আসামী মো. রিপন (৩২) কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলেও সেদিন শুনানি হয়। এ দুজন আসামীর সঙ্গে ১৩ বছর বয়সী আরও এক কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তাকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলেও আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত রোববার দুপুরে ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও পশ্চিমপাড়া গ্রামে আবদুল গফুর ও তাঁর ১৫ বছর বয়সী কিশোর ছেলে মেহেদী হাসানকে হত্যা করা হয়। এ হত্যাকান্ডে গফুরের চাচাতো ভাইয়েরা জড়িত বলে নিহত দুজনের পরিবারের অভিযোগ। তবে স্থানীয় একটি পক্ষ জানান, কয়েকটি অপরাধের ঘটনায় আবদুল গফুর চার্জশিটভুক্ত মামলার আসামি ছিলেন। তার ছেলে মাদকাসক্ত ছিলেন। তাদের অপকর্মে গ্রামের লোকজন অতিষ্ঠ ছিলেন। যারা নিজের হাতে আইন তুলে নিয়ে এ হত্যার ঘটনা ঘটিয়েছেন তারাও অন্যায় করেছেন।
বাবা-ছেলেকে হত্যার ঘটনায় শিল্পী আক্তার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করে মামলা করেন। শিল্পী আক্তার নিহত গফুরের দ্বিতীয় স্ত্রী। গত রোববার রাতেই থানায় মামলা হয়। চুরির অপবাদে ডাকা সালিশে না যাওয়া বাবা-ছেলেকে হত্যার পর এদিন পাশের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তার ভাইসহ পাঁচ বাড়ি ও একটি মাজারে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।