বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থী ও অটো রিকশা চালকের মৃত্যু

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৬:৫৪ পিএম
বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থী ও অটো রিকশা চালকের মৃত্যু

চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভার স্টেশন রোডের প্রবেশমুখে ঘাতক বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থী আপন ভাই - বোন ও এক অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে আট ঘটিকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, চন্দনাইশ উপজেলার জামিরজুরি ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির জসিম উদ্দিনের মেয়ে উম্মে হাবিবা রিজভী (১৬) এবং ছেলে ওয়াকার উদ্দিন আদিল (১৪) দোহাজারী পাঠশালা পাবলিক স্কুলে যথাক্রমে নবম ও সপ্তম শ্রেণিতে পড়ে।

আজ ভোরে স্থানীয় জামিরজুরি বিজনির বাপের বাড়ির মৃত আমানত উল্লাহর ছেলে রূহুল আমিনের অটো রিকশায় চেপে তারা স্কুলের কোচিং এ যাবার সময় দোহাজারী স্টেশনের উল্লেখিত জায়গায় পৌঁছলে বান্দরবান হতে চট্টগ্রামগামী পূরবী নামক একটি চেয়ারকোচ অটো রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আদিলের মৃত্যু হয়। অপর দুজন মারা যায় হাসপাতালে।

এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তানকে হারিয়ে কারবালার মাতম চলছে জসিমের পরিবারে। একমাত্র উপার্জনকারী পরিবারের পুরুষ সদস্য প্রিয় পিতার মৃত্যুতে কেয়ামতের বিভীষিকা নেমে এসেছে নিহত অটো চালক রূহুল আমিনের ছয় কন্যার জীবনে। রূহুল আমিনের ছয় কন্যার মধ্যে ৫ জন পড়ুয়া। ষষ্ঠজন এখনও দুগ্ধপোষ্য। অনিশ্চিত হয়ে গেল তাদের সবার জীবন।

দোহাজারী পৌরসভার প্রশাসক এবং চন্দনাইশ উপজেলার সহকারি প্রশাসক (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং নিহতদের পরিবারে গিয়ে সমবেদনা জানিয়েছেন। তিনি নিহত অটো রিকশা চালকের পরিবারে প্রাথমিক কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে