বাহাত্তরের মূলনীতি এবং দলীয় মূলনীতি বাদ দিতে হবে: বৈঠক শেষে এনসিপি

এফএনএস অনলাইন:
: | আপডেট: ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ পিএম : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০৯ পিএম
বাহাত্তরের মূলনীতি এবং দলীয় মূলনীতি বাদ দিতে হবে: বৈঠক শেষে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম শনিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বললেন, 

“ঐকমত্য কমিশনে সংস্কার বিষয়ে যে মতামত আমরা দিয়েছিলাম, সেই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আজ সব আলোচনা শেষ হয়নি, আলোচনা চলমান থাকবে। আমরা বলেছি রাষ্ট্রের মৌলিক সংস্কার করে আমরা গণতান্ত্রিক কাঠামোতে প্রবেশ করতে পারবো। দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না; একবার প্রধানমন্ত্রী হলে পরে রাষ্ট্রপতি হতে পারবেন না; সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবে- এসব বিষয়ে আলোচনা হয়েছে।”

রাষ্ট্রের মৌলিক সংস্কারের কথা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 

“ক্ষমতার ভারসাম্য, সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতার কাঠামো, সাংবিধানিক যে নিয়োগগুলো রয়েছে যেমন প্রধান বিচারপতি, নারীর ক্ষমতায়ন ও বিচারক বিভাগের স্বাধীনতা মোটা দাগে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

এনসিপির আহ্বায়ক বলেন,

“আরও যা নিয়ে আলোচনা হয়েছে, তা হলো প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চাই। এছাড়া দুবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং একই ব্যক্তি একবার প্রধানমন্ত্রী, একবার রাষ্ট্রপতি হতে পারবেন না। বিরোধীদল থেকে স্পিকার দিতে হবে। ইলেক্টোরোল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের একটা ধারণা দেয়া হয়েছে।”

নাহিদ ইসলাম বলেন, 

“স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে এটা পরিচালনা হবে। পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়া হয়নি এই বিষয়ের উদ্বেগ জানিয়েছে। জাতীয় সংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা হয়েছে। সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ সেগুলোর নিয়োগ দেবে। ১০০ আসনে প্রতিযোগিতার মাধ্যমে নারী আসনে নির্বাচন হবে।”

‘সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। সংসদে অধিক পেলেও গণভোটে যেতে হবে। এছাড়া সংবিধানের মূলনীতির প্রয়োজন আছে কি না সেই প্রশ্ন আমরা রেখেছি। ৭২ পরবর্তী দলীয় মূলনীতিগুলো যে সংবিধানে প্রবেশ করা হয়েছে সেগুলোকে বাদ দিতে হবে’-যোগ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে