চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুরের সুনামধন্য বিদ্যাপীঠ শহীদ ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ। গত ৮ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত একপত্রে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-মহাসচিব ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দীর্ঘ প্রায় ৯ বছর বিনাবিচারে কারাগারে আটক ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় এ নেতা স্কুলটির এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় গত দু'দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকার সাধারণ জনগণের মাঝে বিষয়টি টপ দ্য সীতাকুণ্ডে পরিণত হয়েছে। এই স্কুলটি ১৯৬৭ সালে সীতাকুণ্ডের ৪নং মুরাদপুর ইউনিয়নের অজপাড়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। এদিকে সীতাকুণ্ড পৌর সদরে এমএ কামিল মাদ্রাসা ও সরকারি মহিলা ডিগ্রি কলেজের মত একাধিক সনামধন্য শিক্ষক প্রতিষ্ঠানের দায়িত্ব না নিয়ে তিনি স্কুলটির এডহক কমিটির সভাপতি হলেন। একাধিক সূত্রে জানাযায়, স্কুলটি এডহক কমিটির সভাপতি পদে নিয়ে একাধিক ব্যক্তি নানাভাবে লবিংসহ চেষ্টা চালায়। একপর্যায়ে প্রকাশ্য এসে যায় এ নিয়ে দ্বন্দ্ব-সংঘাতও। আর এ দ্বন্দ্ব-সংঘাত প্রশমিত করতে এডহক কমিটির সভাপতি পদে দায়িত্ব নিলেন সীতাকুণ্ডের গন মানুষের নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ। তিনি স্কুলটি অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস দেখা যায়।