বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। প্রথম দিন প্রধান উপদেষ্টা ইয়ুথ কনফারেন্সে অংশগ্রহণ করবেন এবং পরদিন মূল সম্মেলনে বক্তব্য রাখবেন। পাশাপাশি, সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানান, এবারের বিমসটেক সম্মেলনে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেওয়া হবে। এগুলো হল–
১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন ২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ৩. নিরাপত্তা ৪. কৃষি ও খাদ্য নিরাপত্তা ৫. জনগণের মধ্যে সংযোগ ৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ৭. কানেক্টিভিটি।
সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ সম্মেলনের মাধ্যমেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।
খলিলুর রহমান জানান, সভাপতির দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ‘বাস্তবসম্মত উপায়ে’ আঞ্চলিক সহযোগিতার অগ্রগতির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
দুই দিনের সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।