দিনাজপুরের বিরলের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে এনায়েতপুর সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা।
আটক ওই ব্যাক্তি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়নের কয়ন্যাট ঠেলিয়াপাতার গ্রামের গরবড়ু এর ছেলে প্রদীপ কুমার ডিপজল (২৫)। এ ব্যাপারে হাবিলদার মাসুদ রানা বাদী হয়ে বিরল থানায় একটি মামলা দায়ের করেছে।
৪২ বিজিবি, ই- কোম্পানী দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মাসুদ রানা, নায়েক নুরজ্জামান, নায়েক ফরহাদ, ল্যান্সঃ নায়েক মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ৭৮ সি/১০ সীমান্ত মেইন পিলার ৩২১/৫ এস এর নিকট দিয়ে একজন পুরুষ বাংলাদেশ হতে ভারতে অনপ্রবেশ করলে বিএসএফ তাদের ধাওয়া করে। বিএসএফ এর ধাওয়া খেয়ে বাংলাদেশের সীমান্তে শূণ্য রেখায় আসে তখন আমরা তাকে চ্যালেঞ্জ করলে আসামী প্রদীপ কুমার ডিপজল (২৫) কে আটক করে।
আটক প্রদীপ কুমার ডিপজলকে থানায় সোপর্দ পূবর্ক বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশ করে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১১(১) (ক) ধারার অপরাধে একটি মামলা নং-২১, তাং-২২/০৪/২০২৫ ইং দায়ের করা হয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।