বিরলে উচ্চ মূল্যের ফসল নাইস গ্রীন জাতের লাউ এর মাঠ দিবস ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবস ও প্রদর্শনীতে কৃষি বিভাগের কর্মকর্তাগণসহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন। উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে কৃষক মিনারা বেগম এর ৫০ শতক জমিতে বুধবার নাইস গ্রীন জাতের লাউ এর মাঠ দিবস ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস ও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর দিনাজপুরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মোঃ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, কৃষি সমপ্রসারণ অফিসার মোঃ বরকতউল্লাহ। সভাপতিত্ব করেন মোঃ আব্দুল খালেক।