বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে সানজিদা আক্তার জুই (২১) নামে এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছে নিহত শিক্ষার্থী জুই’র মামা। তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর শহরের ৫নং ওয়ার্ডের দরগা মহল্লা রোড এলাকায়।
মামলার বিবরণে জানাযায়, পৌর শহরের ৫নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাসকারী উপজেলার মঠবাড়ী ইউনিয়নের প্রবাসী শাহজাহানের কন্যা সানজিদা আক্তার জুই (২১) বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মঙ্গলবার ভোরে কোন এক সময় সে নিজ রুমে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে সকাল নয়টার দিকে নাস্তা খাওয়ার জন্য তার মা রুমে গেলে ফ্যানের সাথে জুই’র দেহ ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে কয়েক জন এসে জুইকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সানজিদা আক্তার জুই (২১) এর মামা মঙ্গলবার ত্রিশাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান ২০২৪ সালে এইচ এস সি পাসের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে এমনটা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।