দিনাজপুরের বীরগঞ্জে হেকস/ইপার এর অর্থায়ানে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) থ্রাইভিং থ্রো ইক্যুইটি ইকোনোমকি এ্যামপাওয়ারমেন্ট এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ) প্রকল্পটি বীরগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন ৩নং শতগ্রাম, ৪নং পাল্টাপুর, ৬নং নিজপাড়া, ১১নং মরিচা ইউনিয়নের ১০৯৯ দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও প্রািন্তক জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন ও অধিকার প্িরতষ্ঠার জন্য কাজ করছে।
২১ এপ্রলি রোজ সোমবার ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে ভিত্তি জরিপে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে, উপজেলা পর্যায়ের দায়ত্বিশীল কর্মকর্তা ও স্টকহোল্ডারদের সাথে উজ্জীবক সভা সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজলো নির্বাহী অফিসার মোঃ তানবির আহম্মদের সভাপতিত্বে বক্তব্য প্রদান করনে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল গফুর,প্রকল্প বাস্তবায়ন কমৃকর্তা মোঃ আহসান হাবিব সরকার,সিনিয়ার উপজেলা মৎস কর্মকর্তা মোঃ ফজল ইবনে কাউসার, ।
প্রজক্টে সমপর্কে আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী কাজী মোঃ সেরাজুস সালেকিন । সঞ্চালনা করেন ইএসডওি থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট অফসিার অরুন চন্দ্র শীল ।