বড়দলে চাঁদার টাকা না পেয়ে ঘেরের বাঁধ কেটে ক্ষয়ক্ষতি

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ পিএম
বড়দলে চাঁদার টাকা না পেয়ে ঘেরের বাঁধ কেটে ক্ষয়ক্ষতি

আশাশুনি উপজেলার বড়দলে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে মৎস্য ঘেরের বাঁধ কেটে ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ঘের মালিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। 

বড়দল গ্রামের মৃত ইসহাক গাজীর ছেলে ইদ্রিস গাজী বাদী হয়ে দাখিলকৃত অভিযোগে জানাগেছে, বড়দল মৌজায় চর ভরাটি ডিসিআরকৃত ৫০ শতক জমিতে বাদী ও বাদীর প্রতিবন্ধী ছোট ভাই মইনুল ইসলাম মন্টুর মৎস্য ঘের আছে। বিবাদী একই গ্রামের সমীরন সরদার, সঞ্জীব সরদার, বিনয় সরদার, মিলন সরকার মৎস্য ঘেরটি জবর দখল করার লক্ষ্যে ষড়যন্ত্র ও হুমকী-ধামকী দিয়ে আসছিল। বাদীর ঘেরের পাশে বিবাদীদের একটি মৎস্য ঘের আছে। বিবাদীরা প্রায়ই বলতে থাকে এই এলাকায় মৎস্য ঘের করতে আসলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। না দিলে ঘের জবর দখল করা ও খুন যখমের হুমকী দেয়। এরই সূত্রধরে গত ৮ এপ্রিল রাত্র অনুমান ১১.৪৫ টার দিকে তারা ঘেরের বেড়ী বাঁধ কেটে মাটির সাথে মিশিয়ে দেয়। এতে তারা অনুমান ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। স্বাক্ষীরাসহ পাশের লোকজন ঘটনা দেখে। ৯ এপ্রিল সকাল ৯টার দিকে স্বাক্ষীদের থেকে ঘটনা জানতে পেরে বিবাদীদের ঘেরে পেয়ে বাঁধ ছুটানোর কারন জানতে চাইলে তারা হুমকী ও ভয়ভীতি দেখিয়ে হাকিয়ে দেয়। 

থানার এসআই আঃ রশিদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে