বড়াইগ্রামে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০৬:৫৫ পিএম
বড়াইগ্রামে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বিকাশ কস্তা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিকাশ কস্তা (৪৩) উপজেলার ভবানীপুর গ্রামের মন্টু কস্তার ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী কোম্পানীতে চাকরী করতেন। 

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাহিমালি এলাকায় তার শ্বশুরবাড়ি হতে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে হারোয়া ইক্ষু ক্রয়কেন্দ্র এলাকায় একটি ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে