পাবনার ভাঙ্গুড়ায় মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার দুপুরে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাঁদের আটক করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহারের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনজনকে এক মাস এবং দুইজনকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেনÑচৌউবাড়িয়া গ্রামের জিল্লুর রহমান (৩৫), উত্তর মেন্দা মহল্লার আব্দুল বারী (৭০) ও হৃদয় হোসেন (২৩), সাহানগর গ্রামের রইচ উদ্দিন (৫০) এবং কালীবাড়ি মহল্লার উজ্জ্বল হোসেন (৩০)। তাঁদের কাছ থেকে গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়, যা পরে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সাগর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার বলেন, ‘মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।’