ভারতশাসিত কাশ্মীরে মঙ্গলবার পর্যটকদের একটি দলের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন। কর্তৃপক্ষ একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসামরিক মানুষের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
তবে
এই সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা
করা হয়নি। তিনি পরিচয় গোপন
রাখার শর্তে বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে এএফপি হিমালয়ের
এই অঞ্চলের এক জ্যেষ্ঠ রাজনৈতিক
নেতার বরাত দিয়ে অন্তত
পাঁচজন নিহত হওয়ার খবর
দিয়েছিল। তখন অঞ্চলটির সাবেক
মুখ্যমন্ত্রী এবং জম্মু ও
কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি বলেন, ‘পহেলগামে পর্যটকদের ওপর কাপুরুষোচিত এই
হামলার নিন্দা জানাচ্ছি, যা মর্মান্তিকভাবে পাঁচজনের
প্রাণ নিয়েছে এবং বেশ কয়েকজনকে
আহত করেছে।
এদিকে
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই
হামলার দায় স্বীকার করেনি।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে ১৯৮৯
সাল থেকে বিদ্রোহ চলছে।
বিদ্রোহীরা কাশ্মীরের স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে
একীভূতকরণ চাইছে। পাকিস্তান কাশ্মীরের একটি ছোট অংশ
নিয়ন্ত্রণ করে এবং ভারতের
মতো তারও পুরো অঞ্চলটির
ওপর দাবি রয়েছে।