ভারতে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশি মাদকসহ আটক

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৩:৫৪ পিএম
ভারতে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশি মাদকসহ আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় এক নারীসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ৫৮ বিজিবি ব্যাটালিয়ানের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এই তথ্য জানানো হয়।

আটক ব্যাক্তিরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপাইদ গ্রামের আব্দুল বাছেদের ছেলে আনোয়ার হোসেন (৩৩) ও মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের ধ্রুপেন সরকারের ছেলে অনেক সরকার (১৯)। আটক ৮ নারীর পরিচয় আইনগত কারণে প্রকাশ করেনি বিজিবি।

অপরদিকে শুক্রবার সন্ধ্যা সাগে ৬ টারদিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার ফেরদৌস আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় ৫ নারীকেও আটক করেন বিজিবি সদস্যরা।এর আগে বিকেল ৩টার দিকে কুসুমপুর বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়েঅনিক সরকারকে আটক করে বিজিবি।বিকাল সাড়ে ৫টার দিকে অপর এক অভিযানে খোসালপুর বিওপির হাবিলদার আমিনুল ইসলামের নেতৃত্বে তিন বাংলাদেশি নারীকে আটক করা হয়। আটক বাংলাদেশি নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

এদিকে মাটিলা বিওপির হাবিলদার মো. আব্বাস আলীর নেতৃত্বে সীমান্তবর্তী লেবুতলা গ্রামের নদীরপাড় থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক দুই বাংলাদেশির নামে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। আটক ৮ নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে