ভালুকায় কৃষকদল নেতার ছেলের লাশ উদ্ধার

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:০৩ পিএম
ভালুকায় কৃষকদল নেতার ছেলের লাশ উদ্ধার

ভালুকায় পরিত্যাক্ত একটি সুটিং স্পট থেকে হবিরবাড়ীর ইউনিয়ন কৃষকদলের নেতা হাফিজ উদ্দিন সরকারের ছেলে বিদ্যুৎমিস্ত্রি ও ডাম্পট্রাক চালক সাবাব সরকার (২৫) এর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।   লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার হাবিরবাড়ির জীবতলা গ্রামে।

ভালুকা মডেল থানার এস,আই আমিলুল ইসলাম জানায় পুলিশ সকালে খবর পেয়ে ঘটনাস্থল হবিরবাড়ী জীবনতলা গ্রামের লাভনী সুটিং স্পর্ট থেকে লাশ উদ্ধার করেছে। লাশের সুরত হাল করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রির্পোট আসলে জানাযাবে হত্যা না অন্য ঘটনা। লাশের হাতে,শরীরের ও পেটের অংশে আঘাতের চিহৃ রয়েছে।

নিহতের পিতা হাফিজ উদ্দিন জানান,সোমবার দিন বিকালে পাওনা টাকা আনতে মোবাইল ফোনে সাবাবকে ওই স্থানে ডেকে নেয়া হয়। সে রাতে বাড়ী ফিরেনি। মঙ্গলবার দিন সকালে জানতে পারে লাভনী স্পর্টে সাবাবের লাশ পড়ে রয়েছে। সাবাবকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হাফিজ উদ্দিন সরকার সে হবিরবাড়ী ইউনিয়ন কৃষকদল শাখার যুগ্ম আহবায়ক।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে