ভালুকায় গৃহকর্তৃকে বেঁধে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৩:৩৯ পিএম
ভালুকায় গৃহকর্তৃকে বেঁধে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ময়মনসিংহের ভালুকায় নারী ডাকাতসহ একটি সঙ্ঘবদ্ধদল ডাকাত দল কৌশলে ঘরে ঢুকে গৃহকর্তৃকে দঁড়ি দিয়ে বেঁেধ রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ঘটানটি ঘটেছে সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার কাচিনা গ্রামে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার কাচিনা গ্রামের ট্রাক চালক মো: ইব্রহিম মিয়ার স্ত্রী সখিনা আক্তার একাই বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার সন্ধ্যা রাতে তিনি ঘর থেকে বের হতেই এক নারীসহ ৮ ডাকাত  ঘরে ঢুকে গৃহকর্তৃ সখিনা আক্তারকে দঁড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এলাকাবাসী আরো জানান সম্প্রতি একই কায়দায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাচঁগাও গ্রােেম এক রাতে তিন বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত হলেই এলাকাবাসী ডাকাত আতংকে থাকেন। রাতে মাঝে মধ্যে টহল পুলিশ এলাকায় আসেন। থানায় ডাকাতির অভিযোগ দিলেও পুলিশ চুরির ঘটনা বলে আমনে নেয়। 


ক্ষতিগ্রস্ত গৃহকর্তৃ সখিনা আক্তার জানান, বাড়িতে তিনি একাই বসবাস করেন। ঘটনার রাত সাড়ে ৯ টার সময় ঘর থেকে বের হতেই মুখোশধারী একজন মহিলা ও ৮ জন পুরুষ ডাকাত তাকে বেঁধে ফেলে এবং ঘরে ঢুকে স্টিলের আলমিরা ভেঙে স্বার্ণালঙ্কার ও টাকা নিয়ে পালিয়ে যায়। সখিনা আক্তারের ধারনা সন্ধা রাতেই ডাকাত দল উৎপেতে বসে ছিল। এ ঘটনায় সখিনা আক্তার বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা জানান, অভিযোগ পেয়েছি। রাত ৯টায় ডাকাতির ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে