ভালুকায় দুই কৃষকের ৫ গরু চুরি

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৩:৪০ পিএম
ভালুকায় দুই কৃষকের ৫ গরু চুরি

ময়মনসিংহের ভালুকায় দুই কৃষকের পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চোরেরদল। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার হবিরবাড়ির লবণকোটা গ্রামে। 

এলাকাবাসী জানান,ঘটনার সময় একটি সঙ্ঘবদ্ধ চোরেরদল উপজেলার হবিরববাড়ির লবণকোটা গ্রামের আব্দুল মালেক ও আব্দুল করিমের গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি করে ট্রাকে উঠেয়ে নেয়ার চেষ্টা করে। এসময় একটি গরু ট্রাক থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। পরে চোরেরদল পাঁচটি গরু নিয়েই পালিয়ে যায়। 

ভালুকা মডেল থানার কর্তব্যরত এস,আই নুরুল ইসলাম জানান,গরুর মালিকের পক্ষ থেকে,থানা এখনো কোন অভিযোগ দেয়া হয়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে