ভূঞাপুরে প্রধান শিক্ষকের যোগদান উপলক্ষে আলোচনাসভা

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০১:২৮ পিএম
ভূঞাপুরে প্রধান শিক্ষকের যোগদান উপলক্ষে আলোচনাসভা

টাঙ্গাইলের ভূঞাপুরে  অভিভাবক সমাবেশ ও সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষকের যোগদান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার শালদাইর-ভাদুরিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানকৃত প্রধান শিক্ষক নাজমুল মোরশেদের যোগদান উপলক্ষে মঙ্গলাবার দুপুরে এ  অভিভাবক সমাবেশ ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা নবযোগদাকৃত এ শিক্ষককে ফুলের তোরা ও ফুল ছিটিয়ে বরণ করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রেজাউল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান শাহিন।

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে