ভয়াবহ অগ্নিকাণ্ডে গলাচিপাা ১০টি দোকান পুড়ে ছাই

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০১:৫৫ পিএম
ভয়াবহ অগ্নিকাণ্ডে গলাচিপাা ১০টি দোকান পুড়ে ছাই

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল) ভোররাতে ৪টার দিকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০টি দোকান।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে অসিম মিয়ার ফলের দোকান, মিরাজের মুদি মনোহারি, গোপালের সেলুন, আবুল কালাম আকনের ডলফিন বাস কাউন্টার, ইলিয়াস হোসেনের স্টেশনারি দোকান, নাসির উদ্দিনের খাবার হোটেল, মুজিবর রহমান, মনির হোসেন এবং খলিল মিয়ার স্টেশনারি ও চায়ের দোকান। স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে  কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গলাচিপা সরকারি কলেজের পূর্ব পাশে কলেজ রোডে থাকা দোকানগুলোতে ভোররাতে প্রথমে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালান। 

গলাচিপা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মো. কামাল হোসেন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫-২০ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাসিম রেজা। তিনি আশ্বস্ত করেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে