বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ৫শ বছরের পুরানো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী বাড়ি ও শিব বাড়িতে ২ দিন ব্যাপী কালী মাতা ও শীতলা মাতার পূজা উপলক্ষে মাঙ্গলিক অনুষ্ঠান ছাড়াও ২ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
গত ৮ এপ্রিল সকালে শ্রী শ্রী মাতা শীতলা দেবীর পূজার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরে সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ সাস্কৃতিক অনুষ্ঠান ও মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন রাতে শ্রী শ্রী শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও আগত অতিথিদের জন্য দুপুরে অন্যভোগ ও রাতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানের প্রথমদিনে মন্দির কমিটির সভাপতি নিত্য রঞ্জন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
গতকাল থেকে কবিগানের মধ্য দিয়ে ২য় দিনের মতো অনুষ্ঠান শুরু হয় পরে কবিগান শেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এদিন একে একে মন্দির পরিদর্শনে আসেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য এমএ সালাম, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ, কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বাংলাদেশ জামায়েত ইসলাম এর (বাগেরহাট,কচুয়া-২) আসনের জামায়েত ইসলামি মনোনীত প্রার্থী জামায়েত নেতা শেখ মনজুরুল হক রাহাত, কচুয়া উপজেলা জামায়েত এর আমির মাওলানা রফিকুল ইসলাম সহ বিএনপি ও জামায়েত এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির প্রধান উপদেষ্টা ও যুগ্ম সচিব স্বপন কুমার মন্ডল,মন্দির কমিটির সভাপতি শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর কচুয়া উপজেলা শাখার আহবায়ক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,সাংবাদিক খান সুমন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার বিশ্বাস সহ মন্দির কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ।