মতলবে ছাত্রদলের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:১৩ পিএম
মতলবে ছাত্রদলের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলো মতলব সরকারি  কলেজ ছাত্রদল। ২৭ এপ্রিল (রবিবার) সকাল সাড়ে ৮টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি সরকারি  পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের  শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয় । 

জানা যায়, দেশ নায়ক তারেক রহমানের পক্ষে, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: সরকার  মাহবুব আহমেদ শামীমের নেতৃত্বে এবং মতলব পৌর ছাত্রদলের আহবায়ক ইদ্রিস সরকার মুন্নার দিক নির্দেশনায় এই কার্যক্রমটি হয়।

এ সময়  উপস্থিত ছিলেন মতলব কলেজ ছাত্রদল নেতা  আহমেদ মুছা, মাহমুদুল রহমান মাহি, জিদান, জাহিদ, তন্ময়, নাঈম হোসেন, জুম্মান, মিনহাজ, রনি, আলিফ, তাফসির, সিয়াম, রাকিব, সবুজসহ ছাত্রদলের অনেক নেতাকর্মী।

মতলব সরকারি  কলেজ ছাত্রদল নেতা রাজা ফয়সাল বলেন, এই তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরন করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবো সবসময়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে