মতলবে ট্রলারযোগে পাচারকালে ৫ টন জাটকা ইলিশ জব্দ

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০২:২৬ পিএম
মতলবে ট্রলারযোগে পাচারকালে ৫ টন জাটকা ইলিশ জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযানে ট্রলারযোগে পাচারকালে ৫ টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল-২০২৫)ভোর ৫টা থেকে ৮.৩০টা পর্যন্ত মেঘনা নদীর কালীরচর, দশানী অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রলারযোগে পাচারকালে ৫ টন জাটকা ইলিশ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীর কালীরচর, দশানী অংশে অভিযান চালিয়ে  ট্রলারযোগে পাচারকালে ৫ টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দু-’ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ অফিসার মো: আমিনুল হক মিয়াজি, এম কবীর, কন্টিনজেন্ট কমান্ডার,  মোহনপুর আউটপোস্ট, বাংলাদেশ কোস্টগার্ড ।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, অভিযান চলাকালে ট্রলারযোগে পাচারের সময়  ৫ টন জাটকা ইলিশ জব্দ করা হয়। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে