চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। সোমবার (২১এপ্রিল -২০২৫) বেলা ১২টার দিকে নাউরী আহম্মাদী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করেন চাঁদপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ উজ্জামান। বহিষ্কারকৃত হলেন নাউরী আহম্মাদী উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া আক্তার লিমা।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, গনিত পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগে নাউরী আহম্মাদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শান্তি পূর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার বিষয়ে আমরা কঠোর।