চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই মাদ্রাসা ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল -২০২৫) বেলা ১২টার দিকে ফরাজীকান্দি উয়েসীয়া কামিল(এমএ) কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি ।
বহিষ্কাররা হলো- ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসার সোহান মিয়া ও দশানী আল আমিন বোরানুর উলুম দাখিল মাদ্রাসার মো.আঃ কাদির জিলানী।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি জানান, গনিত পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।