মহেশপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে ৪১ বছর পর্দাপন উদর্যাপিত

এফএনএস (মহেশপুর, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৬:২৯ পিএম
মহেশপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে ৪১ বছর পর্দাপন উদর্যাপিত

সাফল্যের ৪১ বছর পর্দাপন উপলক্ষে বুধবার দিনব্যাপী মহেশপুর কলেজ বাসষ্টান্ডের ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স বি-কেন্দ্রীক জেলা কার্যালয়ে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা গ্রাহক,শেহারহোল্ডার ও সূভানুধ্যায়ীদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদর্যাপিত হয়েছে।ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর এ জি এম মহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মোঃ বাবলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর (এ আর আই) অলিভিয়া খাতুন, জোছনা খাতুন, এজিএম আব্দুস সালাম, এজিএম রাবেয়া আক্তার (রাবু), এজিএম স্মৃতি রানী, পারভীনা খাতুন, মনিরুল ইসলাম, সবেদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর বি-কেন্দ্রীক জেলা কার্যালয়ের দাপ্তরিক কর্মকর্তা বৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে