মাধবপুরে গাঁজা ও মদসহ গ্রেফতার ১

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০২:১১ পিএম
মাধবপুরে গাঁজা ও মদসহ গ্রেফতার ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল মদসহ মাদক ব্যবসায়ী কবির মিয়া(২৭)কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। কবির উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের জাকির মিয়ার ছেলে।

শনিবার ভোররাতে মাধবপুর উপজেলার সেনা ক্যাম্পের এবং র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতর মদ জব্দ করেন। পরে গ্রেফতারকৃত মাদক ও মাদক ব্যবসায়ীকে মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই আতিকুর রহমানের কাছে হস্তান্তর করেন।

থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে