হবিগঞ্জের মাধবপুর সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারন প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়নে ২ দিন ব্যাপি গাভী পালন রিফ্রের্শাস প্রশিক্ষন কোর্স সমাপনী ও ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক তোফায়েল আহম্মদ প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষনার্থীদের মধ্যে সম্মাননা স্বারক ও ঋণ বিতরণ করেন। উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাঈল হোসেন তালুকদার রাহী’র সভাপতিত্বে অনুস্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় উপ-নিবন্ধক বশির আহম্মদ, জেলা সমবায় কর্মকর্তা মোঃ রনি মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাংবাদিক তোফাজ্জ্বল হোসেন। প্রশিক্ষনে উপজেলার ধর্মঘর ও বুল্লা ইউনিয়নের ৫০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। পরে প্রধান অতিথি ২৫ জনের মধ্যে ৪০ হাজার টাকা করে ঋনের চেক ও সম্মাননা স্বারক বিতরণ করেন।