বরিশালের মুলাদীতে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা জমিইয়াতে হিযবুল্লাহ, ছাত্র ও যুব হিযবুল্লাহ এবং আয়েম্মায়ে হিযবুল্লাহর আয়োজনে এই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি মুলাদী কেন্দ্রিয় ঈদগাহ থেকে শুরু করে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন, উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা সাইফুল্লাহ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াস হোসেন, উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মো. রাকিব মাহমুদ, উপজেলা যুব হিযবুল্লাহর সভাপতি মাওলানা কাজী আহসান সমীর প্রমুখ।