মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে ভবানীপুর অবস্থিত সামুদা কেমিক্যাল কোম্পানি লিমিটেড দীর্ঘদিন যাবত জোরজবস্তি ও সন্ত্রাসী বাহিনী দিয়ে অবৈধভাবে বালু ফালিয়ে মেঘনা নদীর দখল করে নিচ্ছি কেউ কথা বললে তাদেরকে চাঁদাবাজি মামলার দেওয়ার হুমকি প্রদর্শন করেন এর ভয়ে এলাকাবাসী কথা বলেন না নাম প্রকাশনীর চোখ অনেক ব্যক্তিরা জানিয়েছেন এই কোম্পানি অনেকের জায়গা এবং খাল ও নদী দখল করে নিয়ে যাচ্ছে।
নদী দখল করায় সামুদা কেমিক্যাল কোম্পানি লিমিটেডকে শোকজ করেছে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।
কেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না এ বিষয়ে ব্যবস্থাপনাকেমিক্যাল কেমিক্যাল কোম্পানিকে পরিচালক/ প্রতিনিধিকে সশরীরে উপস্থিত হয়ে আগামী তিন কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গজারিয়া উপজেলার ভুমি কর্মকর্তা একাধিকবার মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ডেজার্ট জব্দ করে পাইপ ভেঙে দেওয়া হয়েছে তারপরও থেমে নেই একের পর এক মানুষের জায়গা এবং খালের পাল মেঘনা নদী দখল করে নিয়ে যাচ্ছি।
তাই গজারিয়া উপজেলা প্রশাসন তাদেরকে শোকস করেছে বিষয়টি পর্যালোচনা করে কর্মকর্তারা জবাব দিবে।