যখন রাজনীতিতে যুক্ত হবো, তখন সেরা অপশনই বেছে নেবো: উপদেষ্টা আসিফ

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৬:২৮ পিএম : | আপডেট: ২৬ এপ্রিল, ২০২৫, ০৬:৩০ পিএম
যখন রাজনীতিতে যুক্ত হবো, তখন সেরা অপশনই বেছে নেবো: উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শনিবার বিকেলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন, 

“উপদেষ্টার পদ থেকে এই মুহূর্তে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই। এছাড়া এটা ধরে নেয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হবো। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবো, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেবো।”

আসিফ মাহমুদ আরও যোগ করে বলেন, 

“জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার কারণে মানুষের মধ্যে আমাদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে। তারা মনে করেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবো। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হবো, তা নির্ধারণের সময় এখনো আসেনি”

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 

“বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায়-অনিয়মের কারণে পিডিবিএফ প্রতিষ্ঠানটি ধ্বংস করা হয়েছে। ৭৫১টি পদের বিপরীতে ৫১ জন বর্তমানে কর্মরত থাকলেও এতদিন নিয়োগ দেয়া হয়নি, ২০১৬ সাল থেকে নিয়োগ স্থগিত ছিল। তাই এবার এর নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য সেনাবাহিনীর সাহায্য নেয়া হয়েছে।”

বিসিবির সভাপতি ফারুকের বিরুদ্ধে অর্থ লেনদেনে অস্পষ্টতার অভিযোগে জবাবে উপদেষ্টা আসিফ জানান, ‘ঝুঁকিপূর্ণ ব্যাংক ব্যাবহার থেকে বিরত থাকতে এমনটা করেছে বিসিবি সভাপতি।’

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে