যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে প্রবাসীর স্ত্রী বিপাকে

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০৪:৩১ পিএম
যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে প্রবাসীর স্ত্রী বিপাকে

জেলার উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়কের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে এক প্রবাসীর স্ত্রী চরম হুমকির মুখে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে মামলার বাদি উপজেলার জয়শ্রী গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা টিপু মৃধার স্ত্রী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জালিছ মৃধা। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৭ এপ্রিল শিকারপুর বন্দরে বসে প্রকাশ্যে জালিছ মৃধা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তাকে টাকা দিতে অস্বীকার করায় যুবদল নেতা জালিছ মৃধা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদি হয়ে জালিছ মৃধার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। অপরদিকে কু-প্রস্তাব ও চাঁদা দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জালিছ মৃধা স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন, প্রতিপক্ষের লোকজনে তাকে হয়রানী করার জন্য প্রবাসীর স্ত্রীকে দিয়ে থানায় মিথ্যে মামলা দায়ের করিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে