যে আকাঙ্খার কারণে ৪৭ সালে একটি রাষ্ট্র গঠন হয়েছিল ঠিক একই আকাঙ্ক্ষাই বাংলাদেশ নামক নতুন রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এর ফলে ৭১ সালে আমরা একটি স্বাধীন মানচিত্র পেলাম, পতাকা পেলাম, ভূখণ্ড পেলাম কিন্তু যে স্বপ্ন নিয়ে এ রাষ্ট্রটা তৈরি হবার কথা ছিল এই স্বপ্ন কি আসলে পূরণ হয়েছে। ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। সেখানে যে সমস্ত শর্ত ছিল পরবর্তীতে সেগুলোর কোনটাই পূরণ করা হয়নি। যে স্বপ্ন নিয়ে এ রাষ্ট্র গঠন হয়েছিল স্বপ্ন আসলে অধরাই রয়ে গেল।
বৃহস্পতিবার রাতে হাকিমপুর প্রেসক্লাবে এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি)র কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এবি পার্টি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল ইসলাম,।
পার্টি জেলা শাখারা সদস্য সচিব হামিদুর রহমান,যুব পার্টি জেলা শাখা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুব পার্টি জেলার ঘোড়াঘাট উপজেলা শাখা আহবায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব সোহরাব হোসেন, যুব পার্টি জেলার নবাবগঞ্জ উপজেলা শাখা সদস্য সচিব ওয়াহেদুজামান আসিক।