এসপি বললেন, 'প্রশাসনিক কারণ'

যোগদানের ১০ দিনেই ক্ষেতলাল থানার ওসি প্রত্যাহার

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ১১:৪৭ এএম
যোগদানের ১০ দিনেই ক্ষেতলাল থানার ওসি প্রত্যাহার

যোগদানের ১০ দিনেই জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুুর রহমানকেনকে থানা থেকে প্রত্যহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপারের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ সোমবার সন্ধ্যায় ক্ষেতলাল পৌঁচেছে। জানতে চাইলে জয়পুরহাটের পুলিশ সুপার  (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব ক্ষেতলাল ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে বলেন, প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে নতুর কাউকে ওসি হিসেবে দেওয়া হয়নি। আপাতত পরির্দশক তদন্ত থানার ওসির দায়িত্বে থাকবেন। 

  তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিত পার্থের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় হামলা-কনস্টেবলকে মারধর ও চাঁদাবাজীর পৃথক দুটি মামলা হয়। এ সংক্রান্ত ঘটনার জেরে থানার ওসিকে প্রত্যহার করা হয়েছে।

   ক্ষেতলাল থানা সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ মাহবুবুর রহমান ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছিলেন।  সোমবার ওসিকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যোগদানের আদেশ দেওয়া হয়। এসময়  ওসি মাহবুবুর রহমান স্বাক্ষী দিতে থানার বাইরে ছিলেনন।

    ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোনে কল করা হলে থানার উপপরির্দশক (এসআই) আরিফুর রহমান ধরেন। তিনি বলেন, ওসি স্যার স্বাক্ষী দিতে ঢাকায় গিয়েছেন। স্যার এখনো থানায় আসেননি। স্যারের বদলির আদেশের কথা শুনেছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে