মৌলভীবাজার জেলার রাজনগরের প্রানকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের নুরুন নাহার প্লাজায় "জনসেবা" ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দোয়া ও আলোচনা সভার পর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পিতা কেটে এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। উদ্বোধন পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নুরুল ইসলাম বাবর। উক্ত উদ্বোধনী অনুষ্টানে এবাদ রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, রাজনগর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোর্শেদুল হাসান খান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন। পুরাতন থানা জামে মসজিদের ইমাম মাওলানা মুসলেমউদ্দীন আমিরপুরি।