রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নববর্ষ উৎসব।
সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন স্থানে আনন্দ শোভাযাত্রা শুরু হয়।
পদ্মা নদীর পাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদের আয়োজনে অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ছটায়। আয়োজনে ছিল রবীন্দ্র সংগীত নজরুল সংগীত লালনগীতিসহ বাংলাদেশের গান ও নৃত্য।
এদিকে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সিএন্ডবির মোড় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শিশু একাডেমিতে অনুষ্ঠানে মিলিত হয় সকাল সাড়ে ৭টায়। বাঙালি ঐতিহ্যের অনুষঙ্গ নিয়ে এ র্যালিতে অংশ নেন জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সকাল সাড়ে ৯ টায় রাজশাহী কলেজ থেকে বের করা হয় বর্ণাঢ্য এক শোভা যাত্রা। এতে অংশ নেন কলেজের শিক্ষক শিক্ষার্থী ও রোভার স্কাউট সহ নানা শ্রেণী পেশার মানুষ। বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো চারুকলায় অনুষ্ঠান স্থলে গিয়ে মিলিত হয়। এছাড়াও নববর্ষ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন ছোট ছোট সংগঠন আয়োজন করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মেলা বিভিন্ন ধরনের খেলা এবং নানা বাঙালি আয়োজনের। দিনটি উপলক্ষে শিশু একাডেমিতে শিশুদের জন্য রাখা হয় চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা। জেলখানা, হাসপাতাল, শিশু সদনে দেয়া হয় উন্নত মানের খাবার। আনন্দ উদযাপনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।