রাজশাহীতে বিএনপি নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ,থানায় অভিযোগ

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৬:১৯ পিএম : | আপডেট: ২২ এপ্রিল, ২০২৫, ০৬:১৯ পিএম
রাজশাহীতে বিএনপি নেতার বাড়ির সামনে  ককটেল বিস্ফোরণ,থানায় অভিযোগ

রাজশাহীতে বিএনপির এক নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে রাজশাহীর নবগঙ্গা এলাকায় রফিকুল ইসলামের বাড়ির সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রফিকুল ইসলাম জিয়া সাংস্কৃতিক সংগঠনের রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। নবগঙ্গা এলাকার এনামুলের ছেলে নাইস হোসেন (২৫) ও একই এলাকার কালামের ছেলে মো. আরিফসহ (৩০) অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে কাশিয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন রফিকুলের বড় ভাই সাগর হোসেন। এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, তিনি ও তার বড়ভাই একই বাড়িতে থাকেন। ভোররাত ৩টার দিকে বিকট শব্দ শুনে ঘুম ভাঙে। পরে দেখতে পান কয়েকজন দৌড়ে পালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে কয়েকজনকে চিনতে পারেন তারা। পূর্ব শত্রুতার জের ধরে তারা এ ঘটনা ঘটিয়েছে। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে আব্দুল জলিল বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে