রাজশাহীতে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে নগরীর রেলগেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে। দুপুর পৌনে ১ টার সময় সেনাবাহিনীর ঘটনা স্থলে এসে কথা বলার পরে শিক্ষার্থীরা বেলা আড়াইটা পর্যন্ত আন্দোলন করে প্রত্যাহার করে। পরে ৬ সদস্যর একটি প্রতিনিধিদল রাজশাহী জেলা প্রশাসকের অফিসে গিয়ে তাদের দাবির বিষয়ে স্মারক লিপি প্রদান করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আজকের মধ্যে দাবিগুলো মানা না হলে,আগামীকাল বুধবার আবারও রাস্তা অবরোধ করে আনদোলন করা হবে। বোয়লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর কথা বলার পর বিকেল আড়াইটার পর আন্দোলন প্রত্যাহার করে। পরে শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল তাদের দাবিগুলো জানতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছে।